ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

মরিনহোর নিষেধাজ্ঞার বিপক্ষে রিয়ালের আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ১১, ২০১১
মরিনহোর নিষেধাজ্ঞার বিপক্ষে রিয়ালের আপিল

মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগে কোচ হোসে মরিনহোর ওপর উয়েফার পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

উয়েফা জানিয়েছে, রিয়ালের আপিলের শুনানি হবে আগামী ৩০ জুন।

গত ২৭ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ২-০ গোলে রিয়াল হেরে যাওয়ার পর মরিনহো বাজে মন্তব্য করায় তাকে শাস্তি দেয় উয়েফা’র ডিসিপ্লিনারি প্যানেল। এছাড়া ম্যাচ চলাকালীন তাকে পাঠানো হয় ডাগআউটে।

এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে দর্শক সারিতে থাকতে হবে স্পেশাল ওয়ানকে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad