ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

একা একা বিশ্ব পরিভ্রমণে ডাচ কিশোরী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০
একা একা বিশ্ব পরিভ্রমণে ডাচ কিশোরী

ডেন ওসে: সবচেয়ে কম বয়সে একা সমুদ্রপথে বিশ্বপরিভ্রমণের রেকর্ড গড়ার  উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ১৪ বছরের ডাচ কিশোরী লরা ডেকার।

বুধবার নেদারল্যান্ডসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ডেন ওসে বন্দর থেকে নৌকা নিয়ে বেড়িয়ে পড়েন লরা।

এতো কম বয়সে বিপজ্জনক অভিযানের বিরোধিতা করা ডাচ শিশু কল্যাণ কর্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের পরদিনই কেচ গুপি (ছোট নৌকা) নিয়ে বেড়িয়ে পড়েন এ ডাচ কিশোরী।

ঠিক এখনই একা বিশ্বপরিভ্রমণে যাত্রা করছেন না তিনি। আপাতত বাবা ডিকের সঙ্গে পতুর্গাল পর্যন্ত যাবেন লরা।

নৌকায় কোন কারিগরি সমস্যার উদ্ভব হচ্ছে কিনা এবং তা সমাধানের জ্ঞান দিতেই দুই থেকে তিন সপ্তাহের এই যাত্রায় মেয়ের সঙ্গে যাচ্ছেন ডিক। এরপরেই সেখান থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ড গড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন লরা।  

১১.৫ মিটার লম্বা (৩৮ ফুট দীর্ঘ) লাল কেচ গুপির নিয়ন্ত্রণ নেওয়ার পর স্বর্ণকেশী এ কিশোরী বলেন,‘‘আমি ভীত নই। অভিযানে নামতে পেরে খুশি লাগছে। ’’

সবচেয়ে কম বয়সে সমুদ্রে পথে একা বিশ্বপরিভ্রমণের রেকর্ডটি বর্তমানে অস্ট্রেলিয়ার জেসিকা ওয়াটসনের দখলে। এ বছরের মে’তে ১৭ বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে ওই রেকর্ড গড়েন জেসিকা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, আগস্ট ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।