ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

উসাইন বোল্টের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ১০, ২০১১
উসাইন বোল্টের জয়

অসলো: চোটের জন্য প্রায় ১৩ মাস ট্র্যাকের বাইরে ছিলেন তিনবারের অলিম্পিয়ক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট। দীর্ঘবিরতির পর এ মৌসুমে প্রথম খেলতে নেমে ছিলেন অসলো ডায়মন্ড লিগের ২০০মিটার রেসে।

খেলায় ১৯.৮৬ সেকেন্ডস সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই জামাইকান অ্যাথলেট।

স্বভাবসূলভ ভঙ্গিতে দুই হাত শূন্যে ছুঁড়ে জয় উদযাপন করেছেন ২৪ বছর বয়সী উসাইন বোল্ট। বলেন,“আমি এনিয়ে চিন্তিত নই। কেননা আমি এখনো চ্যাম্পিয়ন। ”

অ্যাচিলেসে চোট পাওয়ায় শিগগিরই ট্র্যাকে ফিরবেন বোল্ট এমন কোন লক্ষণ দেখা যায়নি। আর চোটের জন্য গত মৌসুমে পুরো সময়ও ট্র্যাকে কাটাতে পারেননি। ২০১০ সালের মে মাসে সাংহাইয়ে ২০০মিটার রেসে জিতেই চলেন যান ট্র্যাকের বাইরে।

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ বোল্ট জানান, আগস্টে দক্ষিণ কোরিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ হওয়ার আগে আরও তিনটি রেসে খেলতে চান। তাই বলেন,“দেখা হবে প্যারিসে। ”

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।