ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

জাতীয় স্কুল ক্রিকেটের শিরোপা চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউটের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ৯, ২০১১
জাতীয় স্কুল ক্রিকেটের শিরোপা চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউটের

ঢাকা: স্টান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউট স্কুল। ফাইনালে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে পটুয়াখালী ডনাভান উচ্চবিদ্যালয়কে পাঁচ রানে হারিয়েছে তারা।



মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আরিফুল ইসলামের ৪৫, ফরহাদ সরকারের ২৬, রাকিব হাসানের ২১, তারেক রহমানের ২৬ ও আরাফাত খানের ৫৯ রানের ইনিংস মিলিয়ে অল-আউটের আগে ২২৮ রান তোলে চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউট।

ডোনাবান উচ্চ বিদ্যালয়ের রাকিবুল ইসলাম পাঁচটি, মো. সোহেল ও ইকবাল দুটি করে উইকেট নেন।

জবাবে মঞ্জুরুল হাসানের ৬০, ফারুক মোল্লার ২৯ ও নিয়াজ হোসেনের ৩৩ রানের সুবাদে ইনিংস গুটিয়ে যাওয়ার আগে ২২৩ রান করে ডনাভান উচ্চবিদ্যালয়।  

পুলিশ ইনস্টিটিউটের সাদ্দাম হোসেন তিনটি, খোরশেদ আলম ও তন্ময় পাটোয়ারি দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।