bangla news

জাতীয় দলে ফিরে এলেন ইব্রাহিমোভিচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৮-০৩ ১:৪৫:৫১ এএম

গত বছর সুইডেন বিশ্বকাপের বাছাইপর্বের বাধা ডিঙ্গাতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ইব্রাহিমোভিচ। তবে আগামী সপ্তাহেই জাতীয় দলের জার্সি ফিরে পাচ্ছেন বার্সার এই সুইডেন তারকা।

স্টকহোম: গত বছর সুইডেন বিশ্বকাপের বাছাইপর্বের বাধা ডিঙ্গাতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ইব্রাহিমোভিচ। তবে আগামী সপ্তাহেই জাতীয় দলের জার্সি ফিরে পাচ্ছেন বার্সার এই সুইডেন তারকা।

স্কটল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচের স্কোয়াডে তাকে সুযোগ দিচ্ছেন দলের নতুন কোচ এরিক হ্যামরেন। কোচের সঙ্গে আলোচনার পর গত মাসেই সুইডেনের হয়ে পুনরায় মাঠে নামার সম্মতি দেন ইব্রাহিমোভিচ।

এ স্ট্রাইকার দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ১৪ অক্টোবর আলবেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে।

১১ আগস্ট স্টকহোমে স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামছে সুইডেন। ২০১২‘র ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলার আগে এটাই শেষ প্রীতি ম্যাচ হ্যামরেনের।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘন্টা, আগস্ট ০৩, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-08-03 01:45:51