ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

গ্র্যান্ড মাস্টার জিয়া চতুর্থ স্থানে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুন ৬, ২০১১
গ্র্যান্ড মাস্টার জিয়া চতুর্থ স্থানে

ঢাকা: ভারতের ভুবেনশ্বরে আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবার চূড়ান্ত পর্বের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে সাত পয়েন্ট নিয়ে যৌথভাবে ১০ জনের সঙ্গে চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন।

দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাত পয়েন্ট নিয়ে অন্য ১৮ জনের সঙ্গে যৌথভাবে ৫ম স্থানের দখল নিয়েছেন।

অন্যান্যদের মধ্যে ফিদে মাষ্টার মেহেদী হাসান সাড়ে ছয় পয়েন্ট, ফিদে মাস্টার জাভেদ ছয় পয়েন্ট এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, সিয়াম ও শরীফ সাড়ে পাঁচ পয়েন্ট, হাসান ও মোকাদ্দেস হোসাইন পাঁচ পয়েন্ট, জয়নাল চার পয়েন্ট এবং সাইফ সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন।

প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১৪ জন গ্র্যান্ড মাস্টার, দুই জন মহিলা ও ২৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ২২০ জন দাবাড়ু ১১ রাউন্ড সুইসলিগ পদ্ধতিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুন ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।