ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ডোনাল্ডও ফিরছেন দক্ষিণ আফ্রিকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ৫, ২০১১
ডোনাল্ডও ফিরছেন দক্ষিণ আফ্রিকায়

ওয়েলিংটন: দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার অ্যাল্যান ডোনাল্ড নিউজিল্যান্ড বোলিং কোচ হওয়ার প্রস্তাব রোববার ফিরিয়ে দিয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ডোনাল্ড নিজের দেশে কাজ  করতেই আগ্রহী।

সে কারণেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত এই দ্রুতগতির বোলার।

যদিও এ বছরের শুরুতে বিশ্বকাপের সময় নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ডোনাল্ড। তার পারফরমেন্সে মুগ্ধ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড  (এনজেডসি) তাকে স্থায়ীভাবেই ওই পদে রাখতে আগ্রহ দেখায়।

এনজেডসির প্রধান নির্বাহী জাস্টিন ভন জানিয়েছেন ইতিপূর্বে ডোনাল্ড বোর্ডের পরিচালনা পর্ষদের সঙ্গে ওই পদে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে কথা দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কোনো চুক্তি উপনীত হওয়া থেকে সরে আসেন এই প্রোটিয়াস বোলার।

ভন বলেন,“অ্যালানকে পাওয়ার জন্য সম্ভব সবকিছুতেই করতে রাজি ছিলাম আমরা। কিন্তু এটা সহজেই বোধগম্য যে, তার ও তার পরিবারের জন্য দক্ষিণ আফ্রিকাই বেশি আকর্ষণীয়। ”

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ৫, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।