ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

দিলশানের শানিত ব্যাটিংয়ে সুবিধায় লঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ৫, ২০১১

লন্ডন: লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ দুই উইকেটে ২৯৮ রান।



ইংল্যান্ড: প্রথম ইনিংস-৪৮৬/১০
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস-২৯৮/২

প্রথম ইনিংসে ইংলিশদের রানের চূড়া ঠেকেছে ৪৮৬ রানে। বিশাল স্কোরের জবাব দিতে নেমে অধিনায়ক তিলকারতেœ দিলশান নিখুদ ব্যাটিং করছেন। ১৭১ রানে অপরাজিত আছেন লঙ্কান দলপতি। নেতার সঙ্গী সাবেক অধিনায়ক মাহেলার রানের খাতা খেলেননি। তৃতীয় দিন এই জুটি এক সেশন অবিচ্ছেদ্য থাকলেই যথেষ্ট। দু’জনের ব্যাট সচল থাকলে লঙ্কন ইনিংস মজবুত ভিত পেয়ে যাবে। যে দুই ব্যাটসম্যান আউট হয়েছেন তাদের মধ্যে থারাঙ্গা পারানাভিতানা ৬৫ এবং কুমার সাঙ্গাকারা ২৬ রান করেছেন।

ইংলিশদের পক্ষে ম্যাটপ্রায়র ১২৬, ইয়ন মর্গান ৭৯, স্টুয়ার্ট ব্রড ৫৪, ইয়ান বেল ৫২ এবং এলিস্টার কুক ৯৬ রান করেন।

এদিকে তৃতীয় দিনের খেলা চলছে। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস এগিয়ে নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০১১

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।