ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ওয়েস্ট ইন্ডিজে একমাত্র টি-টোয়েন্টিতে ভারতের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ৫, ২০১১

পোর্ট অব স্পেন: অভিজ্ঞদের বিশ্রামে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারত। সেখানে একটি টি-টোয়েন্টি এবং পাঁচ ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজ খেলবে।

একমাত্র টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে। ভারত তাতে জয় পেয়েছে ১৬ রানে।

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে শনিবার খেলা হয়। স্বাগতিক দলের পছন্দে আগে ব্যাটিং করতে হয় ভারতকে। ইনিংসের শুরু থেকে মারমুখো ব্যাটিং করেন সফরকারী ক্রিকেটাররা। বলের সঙ্গে পাল্লাদিয়ে রান তোলায় নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৫৯। মুনাফ প্যাটেল ২৬, শুব্রমানিয়াম বার্দিনাথ ৪৩ এবং রহিত শর্মা ২৬ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজ জবাব দিতে নেমে সমানে পাল্লা দেওয়ার চেষ্টা করে। ড্যারেন ব্রাভো সমান ৪১ বলে ৪১ রান, মারলন স্যামুয়েল ২৯ বলে ২৭ এবং ক্রিস্টোফার বার্নওয়েল অপরাজিত ৩৪ রান করলে স্বাগতিকদের ইনিংস শেষ হয় পাঁচ উইকেটে ১৪৩ রানে। ম্যাচ সেরা হয়েছেন ভারতের বাদ্রিনাথ।

সোমবার থেকে পাঁচ ম্যাচ একদিনের সিরিজ খেলবে উভয় দল।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।