ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ৪, ২০১১

ঢাকা: আসিয়ান সিটি ২৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগির দ্বিতীয় দিন শেষে রেকর্ড হয়েছে ১১টি ইভেন্টে।

প্রথমদিন সাতই ইভেন্টে রেকর্ড হয়।

দ্বিতীয় দিন শনিবার নতুন করে চারটি বিভাগে নতুন টাইমে সাঁতার শেষ হয়। যদিও হ্যান্ড টাইমিংয়ের রেকর্ড নিয়ে সব সময়ই সংশয় থাকে। আন্তর্জাতিক দূরের কথা দেশের ভেতরেই হ্যান্ড টাইমিংয়ের মূল্য দেওয়া হয় না।

তিন দিনের এই প্রতিযোগিতার দুই দিনে সাঁতারুরা ৭০টি ইভেন্টে পদকের লড়াই করেছেন। যার মধ্যে দলগতভাবে বাংলাদেশ আনসার ৩৭টি স্বর্ণ ২৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক জিতে তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা বিকেএসপি পেয়েচে ৩০টি স্বর্ণ ৩৮টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জ পদক।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ০৪, ২০১১  



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad