ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

এশিয়ান ক্যারমে বাংলাদেশ দ্বিতীয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুন ৪, ২০১১

ঢাকা: দেশের জন্য দারুণ খবর দিয়েছে ক্যারম ফেডারেশন। এশিয়না ক্যারম চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে দলগত ইন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।



বাংলাদেশ ক্যারম ফেডারেশন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১ থেকে ৪ জুন মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, স্বাগতিক মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া ও পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করতে সমর্থ হয় বাংলাদেশ। প্রতিযোগিতায় একমাত্র চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরেছে।

বাংলাদেশের খেলোয়াড়রা হলেন: কেজি হুমায়ুন কবীর, মোহাম্মদ আলী ও মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।