ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় যুব কাবাডি শুরু ৯ জুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ৪, ২০১১

ঢাকা: জাতীয় যুব কাবাডি শুরু হচ্ছে ৯ জুন থেকে। আঞ্চলিক পর্বের খেলা হবে তিনদিন ধরে।

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে মিজান এডিবল ওয়েল লিমিটেড।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাবাডি ফেডারেশন জানান, আঞ্চলিক পর্বের খেলায় ৩৭টি জেলা দল অংশ নিচ্ছে। খেলা হবে নয়টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, দিনাজপুর, পিরোজপুর, কুমিল্লা, সিলেট ও নওগাঁ জেলায়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো: ঢাকা, মুন্সীগঞ্জ, জামালপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলবীবাজার, হবিগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ, নোয়াখালী, কুমিলা, চট্রগ্রাম, ফেনী, খুলনা, বাগেরহাট, সাতরিা, নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad