ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জুন ৩, ২০১১

প্যারিস: ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন র‌্যাঙ্কিসেরা স্পেনের রাফায়েল নাদাল। শুক্রবার পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে তিনি বৃটেনের অ্যান্ডি মারেকে পরাজিত করেন।



নিজের ২৫তম জন্মদিনটি অসাধারণভাবেই কাটিয়েছেন নাদাল। প্রথম ও তৃতীয় সেটে সহজেই জয় তুলে নেন র‌্যাঙ্কিয়ের চতুর্থ সেরা মারের বিপক্ষে। উভয় সেটেই জেতেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন বৃটিশ তারকা। যদিও শেষ পর্যন্ত পাত্তা পাননি। এ সেটে ৭-৫ ব্যবধানে মারেকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেন ক্লে কোর্টের রাজাখ্যাত এই স্পেন তারকা।

এরআগে রে্যাঁলা গ্যাঁরোতে পাঁচবার ট্রফি জয় করেন নাদাল। পরবর্তী ম্যাচটি জিতলেই বিয়ন বর্গের ছয়বারের ফরাসি ওপেন জয়ের রেকর্ড স্পর্শ করবেন র‌্যাঙ্কিসেরা এই তারকা।

নাদাল ফাইনালে মুখোমুখি হবেন সার্বিয়ার নোভাক জকোভিচ অথবা সুইস তারকা রজার ফেদেরারের বিপক্ষে। যারা দিনের অপর সেমিফাইনালে পরষ্পরের মুখোমুখি হবেন।

এদিকে প্রতিযোগিতার মহিলা এককের ফাইনালে চীনের লি না মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন ইতালির শিয়াভোনের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ৩, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad