ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

শারাপোভাকে হারিয়ে শিরোপা আজারেঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১০
শারাপোভাকে হারিয়ে শিরোপা আজারেঙ্কার

স্ট্যানফোর্ড: বেলারুসের ভিক্টোরিয়া আজারেঙ্কা ব্যাঙ্ক অব দ্য ওয়েস্ট টুর্নামেন্টের ফাইনালে রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে বছরের প্রথম শিরোপা জিতেছেন।

রোববার অষ্টম বাছাই খেলোয়াড় আজারেঙ্কা ৬-৪ ও ৬-১ গেমে হারান ১৫তম র‌্যাঙ্কিং সেরা শারাপোভাকে।



শনিবার ২১তম জন্মদিন পালন করা এই বেলারুশ খেলোয়াড় গত বছর ব্রিসবেন, মেমফিস ও মিয়ামির শিরোপা জিতেছেন।

জন্মদিনটা সৌভাগ্যেরই ছিলো আজারেঙ্কার। তাই জয়ের পর উচ্ছ্বসিত টেনিস তারকা বলেন,“২১ বছর হওয়ার পর আমি একটি খেলাতেও হারেনি। সত্যি দারুণ। আমি এখন উৎসব করতে পারি। ”

হেরে যাওয়ার কষ্ট তো আছেই তবুও বিজয়ী আজারেঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে শারাপোভা বলেন,“ভালো খেলার পাশাপাশি দারুণ একটি সপ্তাহ কাটালো আজারেঙ্কা। ”

একই সঙ্গে বেলারুশ কন্যাকে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শারাপোভা। বলেন,“আমরা আরো অনেকবার মুখোমুখি হবো। আশাকরি পরবর্তী সময়ে ঠিকই প্রতিশোধ নিতে পারব। ”

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা,আগস্ট ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।