ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্যারিবিয় সফর তরুণদের জন্য দারুণ সুযোগ: জহির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ৩০, ২০১১
ক্যারিবিয় সফর তরুণদের জন্য দারুণ সুযোগ: জহির

মুম্বাই: জাতীয় দলে নিজেদের অবস্থান সুসংহত করতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ বলে মনে করেন পেসার জহির খান।

জহির বলেন,“নিজেদের প্রতিভা মেলে ধরতে এটি তরুণ ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ।

এটা লম্বা সফর। তাই তারা যদি ভালো পারফর্ম করে তবে দলে তাদের অবস্থান দৃঢ় হবে। ”

আগামী জুন থেকে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুধু খেলবেন টেস্টে। এছাড়া সফরে দলের সঙ্গে নেই শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ ও যুবরাজ সিংয়ের মতো সিনিয়র ক্রিকেটাররা।

সফরে একদিন ও টি-টোয়েন্টির নেতৃতে থাকা সুরেশ রায়নার বিষয়ে ভারতের বাঁহাতি এই পেসারের ভাষ্য,“রায়নার জন্য শুভকামনা রইলো। সে খুবই ভালো ক্রিকেটার। গত দুই বছর ধরে ওর পারফরমেন্স ভালো। আশা করি, ভালো করবে রায়না। ”

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad