ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফিফার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, মে ৩০, ২০১১
ফিফার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জুরিখ: আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এর নির্বাহী কমিটির দুই সদস্য  মোহাম্মদ বিন হাম্মাম ও জ্যাক ওয়ার্নারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

ফিফার এথিকস কমিটির রোববারের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত  নেওয়া হয়।

খবর বিবিসি-র।

এ ঘটনার পর তাদের বিরুদ্ধে অর্থনৈতিক সুবিধা গ্রহণের যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে তদন্ত করা সহজ হবে বলে ফিফার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান।

তবে ফিফার সভাপতি সেপ ব্লাটার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এথিকস কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রেটাস ড্যামাসেব সংবাদমাধ্যমকে  বিন হাম্মাম ও ওয়ার্নার সম্পর্কে বলেন, ‘আমরা সন্তুষ্ট যে, এবার আমরা ঘটনার রহস্য জানতে পারবো। ’

তিনি আরো জানান, তারা দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত ফিফা বিশ্বাস করে যে, তারা নির্দোষ।

উল্লেখ্য, ফিফার এই দুই কর্মকর্তা  ছাড়াও ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন (সিএফইউ)-এর আরো ২ কর্মকর্তাকে অবৈধভাবে অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।