ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্চারিতে তৃতীয় দিনে মিলনের ব্রোঞ্জই সম্বল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ২৯, ২০১১

ঢাকা: তৃতীয় এশিয়ান গ্রাঁ প্রিঁর তৃতীয় দিনে অনুষ্ঠিত ব্যক্তিগত ইভেন্টের লড়াইয়ে বাংলাদেশের কোন পদক না জুটলে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের পুরুষ রিকার্ভ জুনিয়র ইভেন্টের প্রতিযোগিতার স্বাগতিকদের একটি মেডেল উপহার দিয়েছেন ইমদাদুল হক মিলন।

বিকেএসপিতে প্রতিযোগিতায় ৬-৪ সেট পয়েন্টে ভারতের পরেশকে হারিয়ে স্বাগতিকদের দিনের একমাত্র পদকটি উপহার দেন মিলন।



তৃতীয় দিনে সকল বিভাগের একক ইলিমিনেশন রাউন্ডের খেলায় ব্রোঞ্জ মেডেল ম্যাচ সম্পন্ন হয়। চতুর্থ দিনে সকল বিভাগের টিম ও মিড ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পুরুষদের কম্পাউন্ড ম্যান এলিমেনেশন রাউন্ডে বাংলাদেশের সাজ্জাদ হোসেন কাজাখস্তানের আর্তেম কিচকিনের কাছে, মোহাম্মদ হাসান সিঙ্গাপুরের হেঙ ফোক হুপের কাছে, মোহাম্মদ সোহেল ভারতের অনীল কুমারের কাছে, আবুল কাসেম মামুন সিঙ্গাপুরের ঝো জোন উইয়ের কাছে হেরে পরবর্তী রাউন্ডে যেতে ব্যর্থ হন।

এদিকে মহিলাদের কম্পাউন্ড ওম্যান এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের নামোতা হাজং ভারতের গগনদিপ কাউরের কাছে, আয়েশা পারভীন মহুয়া ভারতের ঝানু হান্সদার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেন।

পুরুষ জুনিয়র (যুব) রিকার্ভ ইভেন্টে কোয়ার্টারে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিযোগী তিতাস মালয়েশিয়ার ইকরাম জনির কাছে, মোহাম্মদ সুজন ভারতের পরশনাথের কাছে, সজীব শেখ ভারতের হেমন্ত বাসুমাতারির কাছে হেরে বিদায় নিলেও এমমাদুল হক মিলন ভারতের মুকেশ তামাংকে হারিয়ে কোয়ার্টারে ওঠেন। তবে সেখানে হেমন্ত বাসুমাতারির কাছে হেরে ব্রোঞ্চ পেয়েই সন্তুষ্ট থাকেন।

মেয়েদের (যুব) রিকার্ভ ইভেন্টে শ্যামলী রায় ভারতের মাইনাভের কাছে, কানিজ ফাতেমা নিপা কাজাখস্তানের আনাস্তাসিয়ার কাছে ও অন্তরা চাকমা ভারতের গুঞ্জন কুমারীর কাছে পরাজিত হয়ে শূন্য হাতেই বিদায় নেন।

অন্যদিকে পুরুষদের রিকার্ভ ইভেন্টে বাংলাদেশের দেবদাস রায় কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে হেরে যান মালয়েশিয়ার মোহাম্মদ ফারিসের কাছে ও জিয়াউল হক জিয়া তাইওয়ানের হাও চুনের কাছে হার মানেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘন্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad