ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

নিষিদ্ধ মাদক নিয়েছেন থারাঙ্গা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ২৯, ২০১১
নিষিদ্ধ মাদক নিয়েছেন থারাঙ্গা!

কলম্বো: বিশ্বকাপের সময় নিষিদ্ধ মাদক নিয়েছিলেন শ্রীলঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। এমন অভিযোগের ভিত্তিতে করা ডোপ টেস্টে তার প্রমাণ মিলেছে বলে বয়টার্সকে জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সোর্স।



এদিকে শ্রীলঙ্কান সানডে টাইমস সূত্রের নাম উহ্য রেখে বলেছে, আইসিসির আসন্ন তদন্তকে সামনে রেখে নিজের অবস্থান তুলে ধরতে ইতোমধ্যে আইনজীবী নিয়োগ করেছেন থারাঙ্গা। পত্রিকাটি জানায়, কলম্বোর একজন বিশ্বস্ত হিলারের (উপশমক) মাধ্যমেই স্টেরয়েড গ্রহণ করেছেন। ওই হিলার অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটারদেরও চিকিৎসা করেছেন।

আইসিসির মুখপাত্র জেমস ফিজগেরাল্ড বার্তা সংস্থা এএফপিকে বলেন,“এই অবস্থায় আমি কোন মন্তব্য করতে চাইনা। ”

এদিকে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)’র সেক্রেটারি নিশানথা রানাতুঙ্গা বলছিলেন,“এরকম কোন অভিযোগের তথ্য আমরা এখনো পাইনি। ”

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ওপেন করেন থারাঙ্গা। খেলায় তিনি হারা না মানা শতক করেন এবং শ্রীলঙ্কা ইংলিশদের হারায় ১০ উইকেটে। এরপর তিনি ফাইনালেও খেলেন। তবে ফাইনালে ভারতের কাছে হেরে যায় তার দল। এ মুহূর্তে ইংল্যান্ড সফরে দলের বাইরে আছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।