ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

চ্যাম্পিয়নস লিগে বার্সাই সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ২৯, ২০১১
চ্যাম্পিয়নস লিগে বার্সাই সেরা

লন্ডন: টপ ফেবারিট বার্সালোনার হাতেই উঠলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ট্রফি। ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে এ শিরোপা জেতে লিওনেল মেসির দল।



শনিবার রাতের ম্যাচটি ছিলো দেখার মতো। লড়াইটা ছিলো সমানে সমানের। তার মধ্যেই ছোট ছোট পাসের ছন্দময় ফুটবলের দল বার্সেলোনা তার কাঙ্খিত বিজয়টিই ছিনিয়ে নেয়।

জ্যাভির এগিয়ে দেওয়া বেশ কয়েকটি বলের একটিকে সফল করে বার্সার পক্ষে প্রথম গোলটি করেন পেড্রো। তবে রায়ান গিগসের সঙ্গে দারুণ দেওয়া নেওয়ার খেলা খেলে ওয়েন রুনিই ম্যানইউ’র জন্য সমতা আনেন।

বিরতির পর ম্যাচ সেরা মেসির পায়েই ম্যানচেস্টারের ওপর দ্বিতীয় আঘাতটি আসে। সেই সুবাদে ইংল্যান্ডের মাটিতে মেসি তার প্রথম গোলটিও তুলে নেন। আর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তে ভেডিড ভিয়া বার্সার জয়ের পথটি সুগম করেন।

ম্যাচের পরের অংশে আক্রমন পাল্টা আক্রমন কম হয়নি। কিন্তু গোলের খাতায় ৩-১ এর পরিসংখ্যান নিয়েই রেফারির শেষ বাঁশি বেজে ওঠে।

বাংলাদেশ সময় ১৩২০ ঘণ্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।