ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

টিটিতে চার বিভাগেই সেরা চীন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মে ২৮, ২০১১
টিটিতে চার বিভাগেই সেরা চীন

ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পাঁচ ইভেন্টের মধ্যে চার ইভেন্টেই শিরোপা জিতেছে চীন। মেয়েদের দলগত ইভেন্টে থাইল্যান্ডের কাছে না হারলে যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ হতে পারতো শুধুই চীনাদের।



পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিনটি ছিল অল চায়না ফাইনাল। শনিবার বিকেলে টুর্নামেন্টের মেয়েদের এবং পুরুষ এককের ফাইনাল খেলা হয়। মেয়েদের এককে স্বদেশী সুন মেংকে ৪-০ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন লিও জ্যাং। আর ছেলেদের এককে জাং ডি ৪-২ সেটে স্বদেশী জাং জাইরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

শনিবার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহেদ হাসান রাসেল ও টিটি ফেডারেশনের সভাপতি আব্দুল করিম।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।