ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

উমর আকমলকে জিজ্ঞাসাবাদ করবে পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ২৮, ২০১১
উমর আকমলকে জিজ্ঞাসাবাদ করবে পিসিবি

লাহোর: জুলকারনাইন হায়দারের অভিযোগের তদন্ত শুরু হলে ব্যাটসম্যান উমর আকমলকে জিজ্ঞাসাবাদ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালীন দুবাই’র টিম হোটেল থেকে পালিয়ে লন্ডনে পাড়ি জমান উইকেটরক্ষক জুরকারনাইন হায়দার।

ম্যাচ ফিক্সিংয়ের জন্য বাজিকররা তার সহযোগিতা চাইলে রাজি হননি হায়দার। এজন্য তাকে হুমকি দেয় তারা।

দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়, সুলতান রানার নেতৃত্বে ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে পিসিবি। হায়দারের অভিযোগ বিষয়ে তদন্ত করবে এই কমিটি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।