ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

এশিয়ান আরচ্যারী গ্রাঁ প্রিঁ শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ২৭, ২০১১

ঢাকা: তৃতীয় এশিয়ান আরচ্যারী ও এশিয়ান ইয়ুথ আরচ্যারী চ্যাম্পিয়নশিপ শুক্রবার বিকেএসপিতে শুরু হয়েছে।

পাঁচদিন ব্যাপী এ টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদ।   স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ও আরচ্যারী ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মইনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোনের চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার জনাব মাহমুদ হোসেনসহ নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ্ ইউসুফ, ফেডারেশনের সাধারণ স¤পাদক কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম, এম সালেহীন উপস্থিত ছিলেন।

ভুটান, নেপাল, মালয়েশিয়া, তাইওয়ান, পাকিস্তান, সিঙ্গাপুর, জর্জিয়া, ভারত, কাজাকিস্তান, তাজিকিস্তান, ইরাক, থাইংল্যান্ড ও হংকংসহ মোট ১৪টি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে। ১৫ ইভেন্টে স্বর্ণপদক জেতার লড়াইয়ে অংশ নেবেন ১৬০ জন আরচ্যার।

৩১মে প্রতিযোগিতার ফাইনাল ঢাকা আর্মি স্টেডিয়ামে হবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ২৭মে , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।