ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্রুততম কিশোর আরিফ, কিশোরী পাপিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ২৭, ২০১১

ঢাকা:  জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় কিশোর বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন আরিফুল ইসলাম । একই ইভেন্টে কিশোরী বিভাগে প্রথম হয়েছেন পাপিয়া রানী সরকার ।



ফিনিশিং লাইন পার হয়েই দুই হাত বাড়িয়ে আকাশে উড়ছিলেন কুঁড়িগ্রাম জেলার আরিফুল ইসলাম। ১১.২৫ সেকেন্ড সময় নিয়ে জাতীয় কোনো প্রতিযোগিতায় প্রথম স্বর্ণ জয় করা আরিফুল বলেন,“ এসএসসি পরীক্ষার জন্য বিজেএমসির আন্তঃক্রীড়ায় অংশ নিতে পারিনি। তখন থেকেই ভালো করার দৃঢ় প্রতিজ্ঞা ছিল। তার প্রতিফলন ঘটালাম এই আসরে। ”

অন্যদিকে সাভার বিকেএসপির ছাত্রী দ্রততম কিশোরী পাপিয়া রানী সরকার। পাপিয়া ২০০৮ সালে ১০০ মিটার স্প্রিন্টে একবার স্বর্ণপদক জিতেন। পরের বছর একই ইভেন্টে রৌপ্য পদক পেয়েছিলেন।   ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে দুই বছর পর ফের নিজের শ্রেষ্ঠত্বের মুকুটটি ছিনিয়ে আনলেন এ আসরে।

প্রতিযোগিতায় অন্যান্য ইভেন্টের মধ্যে হাইজাম্পে (কিশোর) খুলনা ক্রীড়া সংস্থার আরমান গাজী, হাইজাম্প (কিশোরী) বিকেএসপির প্লাবনী হক,  শট পুর্টে (কিশোরী) ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার মোরসালিন, ৮০০ মিটার স্প্রিন্ট (কিশোর) যশোর জেলা ক্রীড়া সংস্থার মিলন, ৮০০ মিটার স্প্রিন্ট (কিশোরী) বিকেএসপির পপি আক্তার, ট্রিপল জাম্প (কিশোর) খুলনা জেলা ক্রীড়া সংস্থার আরমান গাজী, জ্যাভলিন থ্রো (কিশোর) প্রথম হয়েছেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার রাশিদুল।

প্রথম দিন তিনটি স্বর্ণ পদক নিয়ে এগিয়ে আছে বিকেএসপি। দুটি স্বর্ণ পদক নিয়ে বিকেএসপির পেছনে রয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা। এছাড়া একটি করে স্বর্ণ পদক পেয়েছেন ময়মনসিংহ, কুঁড়িগ্রাম, পাবনা ও যশোর জেলা ক্রীড়া সংস্থা।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।