ঢাকা, সোমবার, ১৭ আশ্বিন ১৪৩০, ০২ অক্টোবর ২০২৩, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

খেলা

রেলিগেশন লিগে জিতেছে বাড্ডা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
রেলিগেশন লিগে জিতেছে বাড্ডা

ঢাকা: বসুন্ধরা সিনিয়র ডিভিশন ফুটবলের সুপার লিগে রোববার যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও মতিঝিল টিএন্ডটি কাবের খেলাটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। এদিকে রেলিগেশন লিগের খেলায় বাড্ডা জাগরণী ২-১ গোল হারিয়েছে পূর্বাচলকে।



কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সুপার লিগের খেলার প্রথমার্ধে (২৯ মি.) ইসমাইলের গোলে এগিয়ে যায় মতিঝিল। কিন্তু শেষ মুহূর্তে (৯৩ মি.) গোল করে যাত্রাবাড়ীকে পরাজয় থেকে বাঁচিয়ে দেন তাপস।

একই মাঠে রেলিগেশন লিগের ম্যাচে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে যাত্রাবাড়ী। ২০ মিনিটে কামালের গোলে এগিয়ে যায় পূর্বাচল পরিষদ।

কিন্তু দ্বিতীয়ার্ধে শাহাবুদ্দিন ও সামসুদ্দিনের গোলে ম্যাচে জয় নিশ্চিত করে বাড্ডা।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘন্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa