ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকিস্তানকে ৩৫৪ রানে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
পাকিস্তানকে ৩৫৪ রানে হারালো ইংল্যান্ড

লন্ডন: সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে রোববার পাকিস্তানকে ৩৫৪ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ইংল্যান্ড: প্রথম ইনিংস-৩৫৪, দ্বিতীয় ইনিংস-২৬২/৯ডি.
পাকিস্তান : প্রথম ইনিংস-১৮২, দ্বিতীয় ইনিংস-৮০

ট্রেন্টব্রিজে দ্বিতীয় দফায় জয়ের জন্য ৪৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের মারাত্মক বোলিংয়ে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।



দলের পক্ষে অপরাজিত ১৬ রান করেন দানিশ কানেরিয়া। কোনো ব্যাটসম্যানই উল্লেখ করার মতো রান পাননি।

দ্বিতীয় ইনিংসে ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন একাই ছয় উইকেট নিয়ে ধ্বস নামান সালমান বাটের দলের। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনে এটাই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৫৪ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে চতুর্থ দিনে তারা অল-আউট হয়েছিলো ৮৭ রানে।

প্রথম ইনিংসে ৩৫৪ রানে অল-আউট হয় ইংল্যান্ড। শতক হাঁকান ইয়ন মর্গান। ১৯টি ও ১টি ছক্কার সাহায্যে করেন ১৩০ রান। সেখানে পাকিস্তান গুটিয়ে যায় ১৮২ রান তুলেই।

দ্বিতীয় দফা ব্যাটিং নেমে ইংলিশরা ম্যাট প্রায়রের হার না মানা ১০২ রানের সুবাদে ২৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে।

প্রথম ইনিংসের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখে সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও। গুটিয়ে যায় মাত্র ৮০ রানে।

ব্যাটসম্যানদের মতো ততোটা ব্যর্থ নন পাকিস্তান বোলাররা। দুই ইনিংস মিলিয়ে মোহাম্মদ আসিফ নেন ৬টি উইকেট। এছাড়া মোহাম্মদ আমের ও উমর গুল নেন ৪টি করে উইকেট।

দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ১১টি উইকেট পেয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এজন্য তিনি খরচ করেছেন ৭১ রান। এছাড়া স্টিভ ফিন ৫টি ও স্টুয়ার্ট ব্রড নেন ৩টি উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার পান অ্যান্ডারসন।

চার টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘন্টা, আগস্ট ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।