ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

স্ট্যানফোর্ড টুর্নামেন্টের ফাইনালে শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
স্ট্যানফোর্ড টুর্নামেন্টের ফাইনালে শারাপোভা

ক্যালিফোর্নিয়া: পোল্যান্ডের অ্যাগনেস্কা রাদওয়ান্সকাকে হারিয়ে শনিবার স্ট্যানফোর্ড টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা। ২০০৯ সালে কাঁধে অপারেশনের পর এটিই সেরা সাফল্য রুশ কন্যার।



বছরের প্রথম ফাইনালের পথে পিছিয়ে থেকেও শারাপোভা অসাধারণ জয় তুলে নেন রাদওয়ান্সকার বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ের ১৫তম বাছাই ১-৬, ৬-২ ও ৬-২ গেমে জেতেন পোলিশ ১১তম বাছাই এর বিপক্ষে। এ রুশ কন্যা ফাইনালে মুখোমুখি হবেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে।

এদিকে ২১তম জন্মদিনটি জয় দিয়েই পালন করেন অপর ফাইনালিস্ট আজারেঙ্কা। এই বেলারুশ কন্যা সরাসরি সেটে (৬-২, ৬-৩ গেমে) হারিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ও পঞ্চম র‌্যাঙ্কিং সেরা অস্ট্রেলিয়ার সামান্থা স্টাসুরকে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘন্টা, আগষ্ট ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।