ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

আসিফকে ছাড়িয়ে বাকি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, জুলাই ৩১, ২০১০

ঢাকা: বিশ্বশ্যুটিং চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলে আসিফ হোসেন খানকে পেছনে ফেলে ৩২ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন আব্দুল্লাহ হেল বাকি।

আব্দুল্লাহ হেল বাকি ৫৯৩ স্কোর করে ৩২তম স্থানটি পেয়েছেন।

শনিবার জার্মানিতে আসিফ হোসেন খান ৫৯১ স্কোর করে পেয়েছেন ৪৮তম জায়গা।

এছাড়া তৌফিক শাহরিয়ার চন্দন ৫৮৯ স্কোর করে আছেন ১০৮তম স্থানে। ফলে অলিম্পিক গেমসে ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে পারবেন এই তিন শ্যুটার।

বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবলু বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান,“নূন্যতম ৫৭০ স্কোর করলে অলিম্পিক গেমসে খেলার সুযোগ থাকে। কিন্তু আমাদের লক্ষ্য কোয়ালিফাই করে অলিম্পিক গেমসে লেখার যোগ্যতা অর্জন করা। ”

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘন্ট, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।