ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

চলে গেলেন বাফুফের সাধারণ সম্পাদক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ২০, ২০১১
চলে গেলেন বাফুফের সাধারণ সম্পাদক

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদি রাজধানীর স্কয়ার হাসপাতালে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর ৬টায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

হাসপাতাল ও পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত্যকালে তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। ক্যান্সারে আক্রান্ত সাদি বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। গত বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্ট দেওয়া হয়।

শুক্রবার তার প্রথম জানাজা হবে রাজধানীর মগবাজারে, জুম্মার নামাজের পর। এরপর শনিবার দুপুরে তাকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সর্বসাধারণের জন্য নেওয়া হবে। সেখান দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হবে।

তিনি প্রথম জীবনে সাংবাদিক ছিলেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে দেশের স্বনামধন্য ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্ট (১৯৯৫ থেকে ২০০৫) ও ডেইলি স্টারে (২০০৫ সাল থেকে ২০০৯) কর্মরত ছিলেন।

তিনিই বাফুফের প্রথম নিয়োগপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।