ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

অ্যাবোটাবাদ থেকে ক্রিকেট ম্যাচ ইসলামাবাদে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ১৯, ২০১১

করাচি: অ্যাবোটাবাদ শহরে আফিগাস্তানের বিপক্ষে ক্রিকেট ম্যাচ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)‘র একজন মুখপাত্র।



গত ২ মে অ্যাবোটাবাদে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের নিহতের খবর বিশ্বব্যাপী প্রচার হওয়ায় সামরিক এই শহরটি পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণীয় স্থান হিসেবে। কিন্তু কর্তৃপক্ষের দাবি, পাকিস্তান এ দল ও আফগানিস্তান এ দলের মধ্যকার খেলা অভিযানের আগেই পরিকল্পনা করা হয়েছিলো।

নতুন সূচি অনুযায়ী অ্যাবোটাবাদের ম্যাচটি হবে ইসলামবাদে ২৫ মে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ মে যথাক্রমে রাওয়ালপিন্ডি ও ফয়সালাবাদে।

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর আফগানিস্তান হচ্ছে প্রথম অফিসিয়াল বিদেশি দল যারা ক্রিকেট ম্যাচ খেলবে পাকিস্তানে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।