ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

একদিনের অধিনায়ক মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ১৯, ২০১১
একদিনের অধিনায়ক মিসবাহ

ইসলামাবাদ: আয়ারল্যান্ডের বিপক্ষে এ মাসে দুটি একদিনের সিরিজে শহীদ আফ্রিদির বদলে মিসবাহ উল হককে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র সভাপতি ইজাজ বাট।

সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ইজাজ বলেন,“আয়ারল্যান্ডের বিপক্ষে দলের নেতৃত্ব দেবেন মিসবাহ।

দলের সদস্য হিসেবে খেলবেন আফ্রিদি। ”

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে আফ্রিদির নেতৃত্বে ৩-২ ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান। সম্ভবত. দল নির্বাচনে কোচ ওয়াকার ইউনুসের হস্তক্ষেপের সমালোচনা করার শাস্তি পেলেন এই অলরাউন্ডার।

৩১ বছর বয়সী আফ্রিদি পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব নেন গত বছর। তার নেতৃত্বে দশম বিশ্বকাপের সেমিফাইনালে  উঠে পাকিস্তান। খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিদায় নেয় আফ্রিদির দল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর দেশে ফিরে দল নির্বাচনে কোচের হস্তক্ষেপের অভিযোগ তোলেন। এজাতীয় মন্তব্যের জবাব চেয়ে আফ্রিদির কাছে নোটিশ পাঠায় বোর্ড। জবাবে আফ্রিদি জানান, তিনি ওয়াকার ইউনুসের নাম উল্লেখ করেননি।

২৮ ও ৩০ মে আয়াল্যান্ডের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান।

পাকিস্তান দল: মিসবাহ উল হক (অধিনায়ক), ইউনুস খান, তৌফিক উমর, মোহাম্মদ হাফেজ, আসাদ শফিক, আজাহার আলী, শহিদ আফ্রিদি, মোহাম্মদ সালমান (উইকেটরক্ষক), সাঈদ আজমল, আব্দুর রেহমান, উমর আকমল, উমর গুল, ওয়াহাব রিয়াজ, তানভির আহমেদ, জুনাইদ খান ও হাম্মাদ আজম।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।