ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফ্রেঞ্চ ওপেনে খেলবেন ক্লাইস্টার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১১
ফ্রেঞ্চ ওপেনে খেলবেন ক্লাইস্টার্স

প্যারিস: গোড়ালির চোট কাটিয়ে উঠার পর ফ্রেঞ্চ ওপেনে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বেলজিয়াম তারকা ক্লিম ক্লাইস্টার্স।

এপ্রিলে চাচাতো ভাইয়ের বিয়ের সময় লিগ্যামেন্টে টান পড়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ক্লিম ক্লাইস্টার্সের।

মে মাসের প্রথমদিকে আবার অনুশীলন শুরু করেন তিনি। আগামী রোববার শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টে খেলবেন ক্লাইস্টার্স।

২৭ বছর বয়সী এই বেলজিয়ান জানুয়ারিতে জেতেন ইউএস ওপেন। বলেন,“খেলে যাচ্ছি বিস্ময়করভাবে। বলে খুব ভালোভাবেই হিট করতে পারছি আমি। ”

ইউএস ওপেনের চ্যাম্পিয়ন বলেন,“এটার জন্য আমি যাচ্ছি। আমি পুরোপুরি ব্যথামুক্ত নই। কিন্তু আমার গোড়ালিতে শক্ত বাঁধন (ব্যান্ডেজ) থাকায় এটা আমাকে যথেষ্ট নিরাপত্তা দেবে। ”

ক্লাইস্টার্স বলেন,“আমার সুবিধা হচ্ছে, গত গ্রান্ড স্লাম প্রতিযোগিতার ধার (স্প্রিরিট) আমার মধ্যে এখনো আছে। যদি ভালো খেলি তবে আমি জিততে পারি। মনোভাব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদিও শারীরিকভাবে অবস্থান আলাদা। ”

কাঁধ ও কব্জির চোট কাটিয়ে ওঠা ক্লাইস্টার্স কখনোই ফ্রেঞ্চ ওপেন জেতেনটি। তবে এই প্রতিযোগিতায় দুবার রানারআপ হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।