ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

গ্রামীণ ফোন স্কোয়াশ বৃহস্পতিবার শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ১৬, ২০১১

ঢাকা: আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে গ্রামীণ ফোন ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট। ১৩টি ক্লাবের ৭২ জন স্কোয়াশ খেলোয়াড় এ আসরে পাঁচটি বিভাগের শিরোপার জন্য লড়াই করবে।

প্রিমিয়ার বিভাগে ৮জন, ‘এ’ বিভাগে ১৬ জন, ‘বি’ বিভাগে ২৬জন, অনুর্ধ্ব-১৮ বিভাগে ১৪ এবং ৪৫ বছরের উর্ধ্ব বিভাগে ১২ জন অংশ নেবে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বানিজ্য মন্ত্রী ফারুক খান।

সোমবার টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ফেডারেশনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল। এ সময় স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীন ফোনের হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস তাহমীদ আহমেদ আজিজুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, ১৬ মে, ২০১১

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।