ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

আলজেরিয়া জয় করলো স্লোভেনিয়া

স্পোর্টসডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০১০

পোলকওয়ানে:  বিশ্বকাপে শুভযাত্রা করেছে স্লোভেনিয়া। রোববার তারা ১-০ গোলে হারিয়েছে ২৪ বছর পর বিশ্বকাপে খেলতে আসা আলজেরিয়াকে।



প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র থাকে। ৭৯ মিনিটে স্লোভেনিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেন ৮নং জার্সিধারী রবার্ট কারেন । তার ছয় মিনিট আগেই ১০ জনের দলে পরিণত হয় আলজেরিয়া। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন বদলি খেলোয়াড় আব্দুল কাদের।

পোলকওয়ানের পিটার মোকাবা স্টেডিয়ামে সি গ্রুপের খেলায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইউরোপ ও আফ্রিকার এই দুই দেশ।

শনিবার একই গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটিও অমীমাসিংত থাকে। উভয় দলই ১টি করে গোল করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২০ ঘ. ১৩ জুন, ২০১০
এএইচএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।