ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

অধিনায়কত্ব ফিরে পাবে না আফ্রিদি: পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ২৭, ২০১১
অধিনায়কত্ব ফিরে পাবে না আফ্রিদি: পিসিবি

করাচি: ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার দীর্ঘ করার সুযোগ নিতে পারবেন শহীদ আফ্রিদি। কিন্তু পুনরায় অধিনায়ক হিসেবে একদিন ও টি-টোয়েন্টি ম্যাচের নেতা হওয়ার সম্ভবানা শেষ আফ্রিদির।

এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র কর্মকর্তারা।

দ্য নেশন পত্রিকা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, পিসিবি সভাপতি ইজাজ বাট তিন ধরণের ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়কের নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। যার অর্থ দাঁড়ায়, পাকিস্তানের সবধরণের খেলায় নেতৃত্ব দেবেন মিসবাহ উল হক।

ইজাজ বলেন,“বিশ্বকাপের সময় আফ্রিদি অধিনায়কের দায়িত্ব পালন করলেও পিসিবি তাকে নিয়ে উদ্বিগ্ন ছিলো। ওই সময় কিছু ক্রিকেটার দুই অধিনায়কের সঙ্গে মিলিয়ে নেওয়ার ব্যাপারে আপত্তি তোলে একজনকে অধিনায়ক করার কথা বলে। আমার মনে হয়, অধিনায়কের পরিবর্তন দলে ঐক্য তৈরি করবে। ”

বলেন,“প্রত্যেক বিভাগে ধারাবাহিক পারফরমেন্স করায় অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিসবাহ উল হককে। ”

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।