ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংল্যান্ডের টেস্ট দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ২২, ২০১১
ইংল্যান্ডের টেস্ট দল

লন্ডন: শ্রীলঙ্কার বিপক্ষে ১২ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২৬ মে প্রথম টেস্ট খেলতে নামবে স্বাগতিক একাদশ।



টেস্ট ক্রিকেট থেকে পল কলিংউড অবসর নেওয়ায় ইংলিশ দলের মিডলঅর্ডারে কে ব্যাট করবেন তা নিয়ে ক্রিকেটারদের ওপর রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন নির্বাচকরা। শূন্যস্থান পূরণের জন্য মূলত লড়াই হয়েছে রবি বোপারা ও ইয়ন মর্গানের মধ্যে। জয় হয়েছে মর্গানের। ১২ সদস্যের স্কোয়াডে তাকে রাখা হয়েছে।  

চোটের জন্য একাদশে জায়গা হয়নি টিম ব্রেসনানের। তার বদলে দলে ফিরেছেন স্টিভেন ফিন। তবে কপাল পুড়েছে পেসার আজমল শেহজাদের।

সফরে শ্রীলঙ্কা তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালেস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসন, ইয়ান বেল, ইয়ন মর্গান, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ক্রিস ট্রেমলেট, জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।