bangla news

চমক দেখালো ঘানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৬-১৩ ১:৩১:০৭ পিএম

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ঘানা। রোববার ‘ডি’ গ্রুপের খেলায় একমাত্র  গোলে সার্বিয়াকে হারায় তারা।

ঢাকা: বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ঘানা। রোববার ‘ডি’ গ্রুপের খেলায় একমাত্র  গোলে সার্বিয়াকে হারায় তারা।

প্রিটোরিয়ার লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে খেলার শুরুতে আধিপত্য ছিল সার্বিয়ার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় ঘানা। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যায়। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রধমার্ধের খেলা।

বিরতির পর ৬০ মিনিটে ঘানার আসামোয়া গায়ান দারুণ এক হেড নিলে গোলবারে লেগে চলে যায় সীমানার বাইরে। এর দুই মিনিট আগেই সুযোগ হারায় সার্বিয়া।

খেলার মোড় ঘুরে যায় ৭৪ মিনিটে। সার্বিয়ার ডিফেন্ডার আলেক্সান্দার লুকোভিচ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। ১০ জনের দল নিয়ে এরপরেও পরিকল্পিত আক্রমণ হানে সার্বিয়া। দুবার গোলের সুযোগও। কিন্তু তা প্রতিহত হয় ঘানার গোলরক্ষক কিংসন কাছে।

৮৩ মিনিটে সার্বিয়ার রক্ষণভাগে খেলোয়াড় দ্রাফকো কুজমানোভিচ বক্সে ভেতরে ইচ্ছাকৃত বলে হাত ছোঁয়ালে পেনাল্টি পায় ঘানা।  সুযোগ কাজে লাগান আসামোওয়া গায়ান। ১-০ গোলে এগিয়ে যায় ঘানা।

বাকি সময়ে আর খেলায় সমতা ফেরাতে পারেনি সার্বিয়া।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ২২২৮ ঘ. ১৩ জুন, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-06-13 13:31:07