ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

উল্টো পথে হাঁটছেন সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ১৪, ২০১১
উল্টো পথে হাঁটছেন সিদ্দিকুর

ঢাকা: ফিলিপাইন ওপেনে উল্টো পথেই হাঁটছেন ব্রুনাই ওপেনজয়ী বাংলাদেশ গলফার সিদ্দিকুর রহমান। দ্বিতীয় রাউন্ডে ১৫তম স্থানে থাকা এই গলফার শনিবার তৃতীয় রাউন্ডে সেরাদের তালিকায় নেমে গেছেন ৩৮তম স্থানে।



ম্যানিলার ওয়াক ওয়াক গলফ ও কাউন্টি ক্লাবে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ছয় শট (৭৮ শট) বেশি নেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট বেশি নেন তিনি।

আসলে শনিবার দিনটি ভালো কাটেনি শীর্ষ প্রতিযোগীদের। আগের দিনের দুই তারকা ভারতের হিম্মত রাই ও ফিলিপাইনের জে বায়রনও পারের চেয়ে বেশি শট নিয়ে শীর্ষস্থান খুইয়েছেন। ৭৭ শট খেলে নবম স্থানে রয়েছেন রাই। অন্যদিকে ৭৪ শট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বায়রন। সবমিলিয়ে পারের চেয়ে চার শট কম নিয়েছেন তিনি।

তবে পারের চেয়ে এক শট কম নিয়ে সেরা চারে উঠে এসেছেন আগের দিন যৌথভাবে ১৫তম স্থানে থাকা দুই থাইল্যান্ড প্রতিযোগী প্রিয়া জুনহাসাভাসদিকুল ও চাপচাই নিরাত। উভয়েই তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলেছেন।

তৃতীয় রাউন্ডে ৭১ শট ও সবমিলিয়ে পারের চেয়ে ছয় শট কম নিয়ে শীর্ষে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের বেরি হেনসন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।