ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

লিজার হারে এগিয়ে রানী হামিদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১১

ঢাকা: আরলিন ডেভেলপার ৩২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডের খেলায় হেরে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা। তাই শিরোপার পথে এগিয়ে আছেন দেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।



শুক্রবার দশম রাউন্ডের খেলায় লিজা হেরে গেছেন ডেসটিনির শারমিন সুলতানা শিরিনের কাছে। অপরদিকে রেকর্ড ১৯ বারের জাতীয় চ্যাম্পিয়ন রানী হামিদ হারিয়েছেন বরিশালের মাসুদা বেগমকে। এ জয়ে ১০ ম্যাচে সাড়ে আট পয়েন্ট নিয়ে সুবিধাজনক স্থানে রানী হামিদ।

সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন লিজা ও মানিকগঞ্জের নাজরানা খান ইভা।

দিনের অন্যান্য খেলায় ইভা ঢাকার জাহানারা হক রুনুকে, চট্টগ্রামের মাহমুদ হক চৌধুরী মলি পাবনার রোকসানা তিতলীকে, ঢাকা মেট্ট্রোপলিটন চেস ক্লাবের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা নুপুরকে এবং পাবনার আরিফা খাতুন মনি মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিনা আক্তার তানিকে পরাজিত করে।

শনিবার প্রতিযোগিতার একাদশ ও ফাইনাল রাউন্ডের খেলা হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।