ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

ঢাকার প্রয়োজন ১০ উইকেট, রাজশাহীর ২৪৬

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ১৩, ২০১১
ঢাকার প্রয়োজন ১০ উইকেট, রাজশাহীর ২৪৬

ঢাকা: জমে উঠেছে জাতীয় ক্রিকেট লিগের ফাইনাল। জিততে হলে পঞ্চম ও শেষ দিনে রাজশাহীর দশটি উইকেট নিতে হবে ঢাকাকে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর শিরোপা ধরে রাখতে প্রয়োজন আরো ২৪৬ রান। জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৫১ রান করেছে রাজশাহী।

ঢাকা: দ্বিতীয় ইনিং- ৩৩০, প্রথম ইনিংস:২৮০

রাজশাহী: দ্বিতীয় ইনিস-৫১/০, প্রথম ইনিংস:৩১৪

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ঢাকা আগের দিনের তিন উইকেটে ৯৭ রান নিয়ে মাঠে নামে। দলীয় ১২৫ রানে চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) আউট হলে আবারো ক্রিজে নামেন রিটায়ার্ড হার্ট আনামুল হক। দুই ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র ও আনামুল পঞ্চম উইকেটে ১৬৬ রান যোগ করেন। এই দুই ব্যাটসম্যানের শতকেই জমে উঠে ম্যাচটি। তবে ঢাকার ইনিংসটি আর বড় হতে দেননি সাকলায়েন সজিব।

আনামুল ১১৮ রান করেন। অন্যদিকে মেহরাবের ব্যাট থেকে আসে ১১৬ রান।

সাকলায়েন সজিব ১০৯ রানে পাঁচ উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১০.৪ ওভারে বিনা উইকেটে ৫১ রানে দিনের খেলা শেষ করে রাজশাহী। জুনায়েদ সিদ্দিকী ৩১ রানে ও জহুরুল ইসলাম ১৯ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১৩ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।