ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

মোহামেডানের প্রতিশোধ, জয় আবাহনীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ১৩, ২০১১
মোহামেডানের প্রতিশোধ, জয় আবাহনীর

ঢাকা: পেশাদার লিগের দ্বিতীয় পর্বে শুক্রবার জয় পেয়েছে ঘরোয়া লিগের দুই বড় দল ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান। আবাহনী ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে।

অন্যদিকে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবার হ্যাটট্রিক গোলে রহমতগঞ্জকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং।

চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে শিরোপা দৌঁড়ে আরো এগিয়ে গেছে আকাশী-নীলরা। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মুক্তিযোদ্ধাকে ধরে ফেলেছে কোচ আলী আকবর পোরমুসলিমির দল। ১৫ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৫ পয়েন্ট। অন্যদিকে একম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট অর্জন করা মুক্তিযোদ্ধা গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটি ধরে রেখেছে।

এদিকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জায়ান্ট কিলারখ্যাত রহমতগঞ্জকে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে মোহামেডান। রহমতগঞ্জের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হারা কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা শুক্রবার সানডে সিজোবার করা লিগের সপ্তম হ্যাটট্রিকের সুবাদে ৩-১ গোলের সহজ জয় তুলে নেয়।
 
১০ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। আমানির পাসে সিজোবার প্রথমবারের মতো লক্ষ্যভেদ করেন। ৩২ মিনিটে উগান্ডার স্ট্রাইকার ইদ্রিস কাসরিয়ের গোলে সমতায় ফেরে জায়ান্ট কিলাররা। চার মিনিট পরই সিজোবার গোলে আবারো এগিয়ে যায় শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা (২-১)। ৬৪ মিনিটে দলের পক্ষে তৃতীয় এবং নিজের হ্যাটট্রিক গোলটি করেন সানডে সিজোবা।

এ জয়ে ১৫ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ২১। পয়েন্ট তালিকায় পঞ্চমস্থানে রয়েছে মতিঝিলের ক্লাবটি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে রহমতগঞ্জ।

অপরদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে শুরুতে নিজেদের মেলে ধরতে পারেনি লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। ১৩ মিনিটে সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমে এগিয়ে যেতো চট্টগ্রাম মোহামেডানই। বক্সের বাইরে থেকে নেওয়া জাহাঙ্গীর আলম মিন্টুর আচমকা শটে আবাহনী গোলরক্ষক শাহিদুল আলম সোহেল পরাস্ত হলেও বল ক্রস বারে লেগে ফিরে আসে।

প্রথমার্ধে আবাহনীর সবচেয়ে জোরালো আক্রমণটি ছিল ২৮ মিনিটে। ইরানী ফরোয়ার্ড সাজেদির শট চট্টগ্রাম মোহামেডানের লাইবেরিয়ান গোলরক্ষক জেমস পল কর্নারের বিনিময়ে রক্ষা করলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে ফেভারিটদের সঙ্গে কিছুক্ষণ সমানতালে লড়লেও ৭৬ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সাজেদির কর্নার থেকে বক্সে দাঁড়িয়ে থাকা ঘানাইয়ান ফরোয়ার্ড ইব্রাহিম হেড নিলে বল আশ্রয় নেয় চট্টগ্রাম মোহামেডানের জালে। ৯০ মিনিটে সাজেদির ক্রস থেকেই মাথা ছুঁইয়ে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় মোহাম্মদ রবিন। এ ব্যবধানেই মাথা উঁচু করে মাঠ ছাড়ে আকাশী-নীল জার্সিধারীরা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।