ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফাইনালে ওয়ারী ও সেনাবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১১

ঢাকা: লিরিক গ্রুপ স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ওয়ারী ও সেনাবাহিনী। শুক্রবার সেমিফাইনালে ওয়ারী ৬-১ গোলে নৌবাহিনীকে এবং একই ব্যবধানে সেনাবাহিনী হারায় সাধারণ বীমাকে।



মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পুস্কর ক্ষিসা মিমো ও রিপন কুমার মোহন্তের পারফরমেন্সে ভর করে নৌবাহিনীর বিপক্ষে বড় জয় তুলে নেয় ওয়ারী। প্রথমার্ধে উভয় দলই ১-১ গোলে সমতায় ছিলো।

ওয়ারীর পক্ষে দুটি করে গোল করেন রিপন ও পুস্কর। এছাড়া একটি করে গোল করেন অজিত কুমার ঘোষ ও গোলাম মোস্তফা মানিক। নৌবাহিনীর পক্ষে একটি গোল শোধ করেন সিহাব।

একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে মিলন হোসেনের তিন গোল ও আব্দুল মালিকের দুই গোলে সাধারণ বীমাকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষে অপর গোলটি করেন সানোয়ার হোসেন। আর সাধারণ বীমার পক্ষে একমাত্র গোলটি করেন রাজন।

আগামী রোববার হবে ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।