ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

একনায়কতন্ত্র নয়, বন্ধুত্ব: ফ্লেচার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ১৩, ২০১১
একনায়কতন্ত্র নয়, বন্ধুত্ব: ফ্লেচার

চেন্নাই: গত মাসে ভারতের নুতন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক অল-রাউন্ডার ডানকান ফ্লেচার। এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন।

শুক্রবার তিনি স্থানীয় গণমাধ্যমকে জানালেন, বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে কাজ করে দারুণ খুশি তিনি।

ইংল্যান্ডের কোচ হিসেবে টানা আট বছর দায়িত্ব পালন করা ডানকান বলেন,“একনায়কতন্ত্র নয়; আমার মনোভব হচ্ছে বন্ধুর মতো কাজ করা। ” তার উত্তরসূরি গ্যারি কারস্টেনও এভাবেই কাজ করেছেন মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে।

৬২ বছর বয়সী ফ্লেচার এটাকে নতুন চ্যাঞ্জেল হিসেবে উল্লেখ করে বলেছেন,“আমি কিছু উপদেশ পেয়েছি কারস্টেন ও বোলিং কোচ এরিক সাইমন্সের কাছ থেকে। এছাড়া কথা বলেছি অধিনায়ক ধোনির সঙ্গেও। বিশ্বচ্যাম্পিয়নদের কোচিং করানো সত্যি চ্যালেঞ্জ বৈকি। ”

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।