ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

নিউজিল্যান্ডে খেলবেন মুরালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ১৩, ২০১১
নিউজিল্যান্ডে খেলবেন মুরালি

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আগামী মৌসুম থেকে খেলবেন লঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনকে। শুক্রবার ডানহাতি এই লেগস্পিনারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে ওয়েলিংটন ফায়ারবার্ডস ক্লাব।



টেস্ট ও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক মুরালিধরন বলেন,“আমি সর্বদাই নিউজিল্যান্ডে আমার সময়কে দারুণ উপভোগ করি। ক্রিকেট খেলা ও ভ্রমণের জন্য এটি অসধারণ একটি দেশ। ”

ঘরোয়া এ প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল। এর মধ্যে মুরালির ক্লাবটির অবস্থান চতুর্থ। এ মুহূর্তে ৩৯ বছর বয়সী লঙ্কানের স্পিন ঘূর্ণি খুবই প্রয়োজন বার্ডসের।

দশম বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মুরালি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি প্রতিযোগিতায় তিনি খেলছেন নবাগত দল কোচি টাস্কার্সে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।