ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

নাদালের জয়, বিদায় ফেদেরারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১৩, ২০১১
নাদালের জয়, বিদায় ফেদেরারের

রোম: ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটের কাছে হেরে রোম মাষ্টার্স প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা রজার ফেদেরার। তবে জ্বর নিয়ে খেলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন র‌্যাঙ্কিংসেরা রাফায়েল নাদাল।



বছরের দ্বিতীয় গ্রান্ডস্ল্যাম ফরাসি ওপেন শুরুর ১০ দিন আগে ফেদেরারের কপালে ভাঁজ ফেলে দেন গ্যাসকুয়েট। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ফেদেরার ৪-৬, ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৪) গেমে হেরে যান ফ্রান্স তারকার কাছে।

অন্যদিকে মাদ্রিদ মাস্টার্সে শিরোপা হারানো নাদাল আবারো জয়ের ধারায় ফিরেছেন। ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এই স্পেন তারকা কোয়ার্টার ফাইনালের পথে ৬-৪, ৬-২ গেমে সহজেই পরাস্ত করেন স্বদেশী ফেলিসিয়ানো লোপেজকে।

জয় পেয়েছেন র‌্যাঙ্কিয়ের দ্বিতীয় সেরা সার্বিয়ার নোভাক জকোভিচও। বতর্মান মৌসুমে এখনো অপরাজিত থাকা এই সার্ব তারকা সরাসরি সেটে (৬-৪, ৬-১ গেমে) হারিয়েছেন সুইজারল্যান্ডের স্ট্যানিলাস ওয়াউরিঙ্কাকে। অন্যদিকে সহজ জয় তুলে নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে থাকা অ্যান্ডি মারেও। তিনি ৬-২, ৬-৩ গেমে হারান ইতালির পটিটো স্ট্যারেসকে।    


এদিকে মেয়েদের বিভাগে জয় তুলে নিয়েছেন বিশ্বসেরা ক্যারোলিন ওজনিয়াকি, ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে ও সাবেক উইম্বলডন শিরোপা জয়ী মারিয়া শারাপোভা। ওজনিয়াকি ৬-১, ৭-৬ (৭-৪) গেমে বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়েরকে, শিয়াভোনে ৩-৬, ৬-২, ৭-৫ গেমে ড্যানিয়েল হানতুচোভাকে এবং শারাপোভা ৬-২, ৬-২ গেমে শাহার পিয়েরকে হারান।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘন্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।