ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ভালো আছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ১২, ২০১১
ভালো আছেন মাশরাফি

ঢাকা: ভালো আছেন মাশরাফি বিন মুর্তজা। হাঁটুর অস্ত্রোপচার শেষে মেলবোর্নের হাসপাতেলে চিকিৎসকদের পরিচর্যায় আছেন নড়াইল এক্সপ্রেস।



বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিসক আমিন বাংলানিউজকে জানিয়েছেন, শৈল্যবিদ ডেভিড ইয়াং তাকে  টেলিফোনে বলেছেন মাশরাফির ডান হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন করতে পারায় খুবই খুশি তিনি।

এদিকে মাশরাফির বাবাও টেলিফোনে বিসিবিকে জানিয়েছেন ভালো আছেন তার ছেলে নড়াইল এক্সপ্রেস। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজার বাংলানিউজকে বলেন, পরিচর্যা এবং দ্বিতীয় দফায় হাঁটুর পরীক্ষা শেষ করে দেশে ফিরতে অনেক দিন সময় লেগে যাবে।

শুক্রবার দিনের যে কোন সময় হাসপাতাল থেকে হোটেলে ফিরবেন জাতীয় দলের দ্রুতগতির বোলার মাশরাফি।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ দলের এই ক্রিকেটারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয় ক্ষতিগ্রস্ত লিগামেন্ট প্রতিস্থাপিত করার জন্য। এনিয়ে চতুর্থবার তার হাঁটুতে অস্ট্রোপচার করা হয়।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর হয়ে খেলার সময় হাঁটুতে চোট পান নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।