ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শুরু ১৯ জুলাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ১২, ২০১১
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শুরু ১৯ জুলাই

কলম্বো: সাতটি দল নিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এসএলপিএল) দিনক্ষণ ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৮দিনব্যাপী এ প্রতিযোগিতা ১৯ জুলাই থেকে চলবে ৪ আগস্ট পর্যন্ত।



দুটি সেমিফাইনাল ও ফাইনালের আগে লিপ পর্বে দলগুলো একে অন্যের বিপক্ষে মুখোমুখি হবে একবার করে। মোট ম্যাচ হবে ২৪টি।

প্রত্যেক দল পাঁচজন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। তবে একাদশে রাখতে পারবে চারজন। এরই মধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন প্রিমিয়ার লিগে। এদের মধ্যে আছেন ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শহীদ আফ্রিদি ও হার্সেল গিবস।

বিদেশী ক্রিকেটাররা কে কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি বোর্ড। তবে প্রকাশ করা হয়েছে লঙ্কার সাতটি প্রদেশের অংশ নেওয়া দলগুলোর নাম-বাসনাহিরা বিয়ার্স, কান্দুরাতা কাইটস, নাগেনাহিরা নাগাস, রুহুনা রিনোস, উত্তরা ওরিক্সস, উভা উনিকর্নস এবং উয়াম্বা উলভস।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।