ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

পরলোকে আফতাবউদ্দিন খান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ১১, ২০১১

ঢাকা: মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আফতাবউদ্দিন খান মঙ্গলবার সন্ধ্যায়  লালমাটিয়ায় নিজের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)।

ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘ সময় বিছায় ছিলেন তিনি।

বুধবার সকাল ৮টায় ঢাকায় প্রথম নামাজে জানাযার পর মরহুমের মরদেহ জন্মস্থান মানিকগঞ্জে নেয়া হয়, সেখানে দ্বিতীয় জানাযা শেষে মরহুমের মরদেহ পুনরায় ঢাকায় নিয়ে আসা হয়। আছর নামাযের পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় জানাযা শেষে তাকে দাফন করা হয়। এ সময় মোহামেডান ক্লাবের পক্ষ থেকে মরহুফের কফিনে পুস্পস্তাবক অর্পণ করা হয়।

আফতাবউদ্দিন খানের মৃত্যুতে আগামী ৩দিন ক্লাব পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান।

সত্তর দশক থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালণ করেন তিনি। সর্বশেষ  ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্লাবের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার সময়ে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে অপরাজিত হ্যাটট্রিক শিরোপা জেতে মোহামেডান।


বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।