ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

মোহামেডান পরিবারের মিলন মেলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ১১, ২০১১

ঢাকা: ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফুটবল, হকি ও ক্রিকেটে শিরোপা জয় উপলক্ষ্যে বিভিন্ন সময়ে উৎসবের আয়োজন করেছে ঘরোয়া ক্রীড়াঙ্গনের অন্যতম বড় দল ঢাকা মোহামেডান লিমিটেড। জন্মলগ্নের পর এবার ভিন্ন রকমের উৎসবের আয়োজন করতে যাচ্ছে কিছুদিন আগে লিমিটেড কোম্পানীতে পরিণত হওয়া মতিঝিলের ক্লাবটি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মোহামেডান পরিবারের মিলন মেলা’ নামক অনুষ্ঠানের আয়োজন করেছে তারা।

জাঁকজমকপূর্ণ আয়োজনে মোহামেডানে খেলে যাওয়া অনেক বিদেশী খেলোয়াড়ও উপস্থিত থাকবেন। যাদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, নাইজেরিয়ার ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলর দলের সদস্য এমেকা, পাকিস্তানের হকি বিশ্বকাপ জয়ী অধিনায়ক শাহবাজ আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক খেলোয়াড়, কর্মকর্তা ও ক্লাবের শুভ্যানুধায়ীরা অংশ নেবেন। ক্লাবের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ জানিয়েছেন তারা প্রায় ১২০০ সাবেক খেলোয়াড়-কর্মকর্তাসহ ২১৩ সদস্যের বর্তমান প্রতিনিধিরাও থাকবেন। এছাড়া মন্ত্রীবর্গ, এমপি ও সরকারের পদসস্থ কর্মকর্তাও থাকবেন বলে বুধবার ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।