ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

এশিয়ান গেমসে মেয়েদের কাবাডি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, জুলাই ২৯, ২০১০

ঢাকা: গুয়াংজু এশিয়ান গেমসে মেয়েদের কাবাডি অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবারের আসরে অংশ নেবেন বাংলাদেশের মেয়েরা।



বাংলাদেশ কাবাডি ফেডারেশন বৃহস্পতিবার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, নভেম্বরে এশিয়ান গেমসে মোট ১৪টি খেলায় অংশ নিবে বাংলাদেশ।

সাঁতার, আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং, ক্রিকেট, ফুটবল, গলফ, হকি, কাবাডি, কারাতে, উশু, শ্যুটিং, তায়কোয়ান্দো ও ভারোত্তলন প্রতিযোগী থাকবে। বক্সিং, গলফ, হকি ও ফুটবলে মেয়ে দল থাকবে না।

গেমসে এ বছরই নতুন সংযোজন হয়েছে ক্রিকেট। টি-টোয়েন্টি ম্যাচ থাকবে গেমসে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘন্টা, জুলাই ২৯, ২০১০  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।