ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

আবাহনী-আজাদের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ৫, ২০১১

ঢাকা: মেয়েদের ক্রিকেটে বৃহস্পতিবার জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও আজাদ স্পোর্টিং ক্লাব। আবাহনী ১০ উইকেটে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে এবং আজাদ অরিয়েন্ট স্পোর্টিংকে ৪৮ রানে হারিয়েছে।



গুলশান ইয়োথ ক্লাব মাঠে আগে ব্যাট করে ৮২ রানে অল-আউট হয় ইন্দিরা রোড। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন ফারজানা আক্তার। আবাহনীর আয়শা আক্তার ও লতা মন্ডল দুটি করে উইকেট নেন।

জবাবে অল-রাউন্ডার আয়শা আখতারের হার না মানা ৩৮ ও লতা মন্ডলের ২৮ রানে ৭.১ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।

এদিকে বিকেএসপি মাঠে সাথিরা জাকিরের ২৮, রাশিদা রহমানের ২১, রতি মনির হার না মানা ১৩, জিন্নাত আসিয়ার ১০ ও অতিরিক্ত ৪৮ রানের ওপর ভর করে ৩০.১ ওভারে ইনিংস গুটিয়ে যাওয়ার আগে ১৫২ করে আজাদ। অরিয়েন্টের জান্নাত চারটি উইকেট নেন।

এরপর ব্যাট করতে নেমে অরিয়েন্টের নাজনিন নাহার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ২১.৪ ওভারে ৩৯ রান তুলতে অল-আউট হয়ে যায় দলটি।

আজাদের পাপিয়া বাবু চারটি, সাথিরা জাকির তিনটি ও চম্পা চাকমা দুটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।